বাগমারায় ২০মে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন

ইউএনওর কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করছেন এক প্রার্থী

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় দীর্ঘ প্রায় এক যুগ পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাগমারা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে উপজেলা মুক্তিযোদ্ধাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ৫এপ্রিল বুধবার থেকে ৯এপ্রিল রোববার বিকাল তিনটা পর্যন্ত বিভিন্ন পদের মনোনয়নপত্র বিতরন করা হবে।
গত ২৮ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএফএম আবু সুফিয়ান স্বাক্ষরিত সংশোধিত নির্বাচনী তপশিল ঘোষনা করা হয়। তফশিল অনুযায়ী উপজেলা কমান্ডার, উপজেলা ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার (সাংগঠনিক), সহকারী কমান্ডার (পুনর্বাসন, সমাজকল্যঠু-শহিদ ও যুদ্ধাহত), অন্যান্য সহকারী কমান্ডার, কার্যকরী সদস্যসহ মোট এগারোটি পদের মনোননয়নপত্র বিতরন করা হচ্ছে। মনোনয়নপত্র বিতরনের প্রথম দিনে মোট এগারোটি মনোনয়নপত্র বিতরন করা হয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১১এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৭এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৮এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৭এপ্রিল এবং ভোট গ্রহনের তারিখ আগামী ২০ মে নির্ধারন করা হয়েছে। ওই দিন সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএফএম আবু সুফিয়ান বলেন, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *