বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত ঈদের পর

স্পোর্টস নিউজঃ

বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে ঈদের পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। তিনি আজ বুধবার দুপুরে সচিবালয়ে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,  ‘যারা দোষী তাদের শাস্তি অবশ্যই হওয়া উচিত। তবে ব্যক্তির দোষের কারণে ক্লাবগুলোর কার্যক্রম দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে যা সমীচীন নয়।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যেসব ক্লাব বা প্রতিষ্ঠান জড়িত নয়, তারা যাতে তাদের ক্রীড়া কার্যক্রম অচিরেই পরিচালনা করতে পারে সে বিষয়ে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি আজ আমার কাছে এসেছেন। তারাও দাবি জানিয়েছেন যে সকল ব্যক্তি এ ন্যাক্কারজনক কাজে জড়িত, যথাযথ তদন্ত সাপেক্ষে তাদের শাস্তি হোক। তবে ক্লাবগুলো যেন তাদের স্বাভাবিক কর্মকাণ্ড পুনরায় চালু করতে পারে সে বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।’

বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে বিভিন্ন ক্লাবগুলোর প্রতিনিধিগণ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন। তাদের দাবির প্রেক্ষিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈঠক শেষেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের পরে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করে সিদ্ধান্ত গ্রহণের কথা বলেন। তিনি ও অচিরেই ক্লাবগুলোর খুলে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাথে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল গাফফার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *