বাগমারা প্রতিনিধি
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক উপজেলার আউচপাড়া, গোবিন্দপাড়া, নরদাশ সহ বাসুপাড়ার বিভিন্ন স্থানে পথসভা করেছেন। প্রতিটি পথসভায় জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এক কথায় প্রতিটি পথসভা জনসভায় পরিণত হয়েছে।
শনিবার বিকেলে হাট গাঙ্গোপাড়ায় আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দিনের প্রথম পথসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, বাগমারার মানুষ আর বিএনপির তকমায় পথহারা হবে না। বাগমারাবাসী এখন উন্নয়নে বিশ^াসী। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে অবহেলিত উপজেলা উন্নয়নে আলো ঝলমল করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন লুকিয়ে রাখার সুযোগ নেই। প্রতিটি উন্নয়ন দৃশ্যমান। বিএনপির সময়ের জঙ্গি বাহিনীর কর্মকান্ডে রক্তাক্ত ছিল বাগমারা। মানুষ ঘর থেকে বাহির হতে ভয় পেত। ২০০৮ সালে বাগমারা তথা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপির জঙ্গিবাহিনীর কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়েছে। বাগমারাবাসী আর সেই অন্ধকার সময়ে ফিরে যেতে চাইনা। মানুষ বুঝে গেছে কার হাতে বাগমারা নিরাপদ। কার দ্বারা উন্নয়ন হচ্ছে।
তিনি আরো বলেন, বাগমারার প্রতিটি বাড়িতে সরকারের উন্নয়ন পৌঁছে গেছে। শতভাগ বিদ্যুৎ সুবিধা প্রদান করা হয়েছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ এমন কোন পর্যায় নেই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। প্রতিটি সেক্টরে সমউন্নয়ন হয়েছে। গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে সমন্বিত উন্নয়ন করে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে হবে। নৌকার বিজয় মানে প্রতিটি এলাকার উন্নয়ন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় হাট গাঙ্গোপাড়ায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি ইব্রাহীম হোসেন, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ। উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবীব, রিয়াজ উদ্দীন আহমেদ, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ সরকার, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর।
অপরদিকে গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়ার মোড়ে সন্ধ্যায় আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কছিমউদ্দীন। এতে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল-মামুন। সন্ধ্যা সাড়ে ৭ টায় একই ইউনিয়নের দামনাশ বাজারে আরেকটি পথা অনুষ্ঠিত হয়। পরে নরদাশ ইউনিয়নের মাদিলার মোড়েও পথসভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মকুল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজারে আরেক পথসভায় যোগদান করেন এবং বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, আওয়ামী লীগ নেতা জাবের আলী, রতন কুমার প্রমুখ। এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।