বাগমারা প্রতিনিধি
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়ান্স এর অগ্নি (AGNEE) প্রকল্পের আয়োজনে রাজশাহীর বাগমারা উপজেলায় স্কুল পর্যায়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে চারদিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ে নারী নির্যাতন, যৌন হয়রানি, বাল্য বিবাহ, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে ৪ দিন ব্যাপি প্রতিদিন ২ টা করে সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতি সেশনে ২৫ জন করে ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। মোট ২০০জন ছাত্র, ছাত্রী এতে অংশগ্রহন করেছে।
সমাপনী দিনে সকল শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং ৫ জনের একটি কমিটি গঠন করা হয়। ৩ জন নারী শিক্ষিক ও ২ জন পুরুষ শিক্ষক নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে।
সভাটি পরিচালনা করেন প্রজেক্ট আফিসার মিজানুর রহমান পারভেজ ও সাহানাজ আক্তার।