বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় গ্রামীণ হাটগুলোতে কোরবানীর পশুর ব্যাপক সরবরাহ রয়েছে। হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভীড় লক্ষ করা যাচ্ছে। সাধ্যমত হাটগুলো থেকে ঈদ-উল আযহা উপলক্ষে বিভিন্ন দামে গরু, ছাগল, ভেড়া কিনতে পারছেন ক্রেতারা।
জানা যায়, আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে বাগমারার বিভিন্ন হাটে কোনবানীর পশু ক্রয়-বিক্রয় চলছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী হাটগুলোতে পশুর সরবরাহ লক্ষ করা গেছে। বছরের পর বছর গ্রামের গৃহস্থ্য নারী-পুরুষরা গরু, ছাগল, ভেড়া অধিক লাভের আশায় যত্ন করে লালন-পালন করে বড় করে তা বিক্রির জন্য প্রস্তুত করেন। সখের পশুগুলো ন্যায্য মূল্যে বিক্রি করতে পেরে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে ক্রেতা সাধারন হাটগুলোতে ব্যাপক পশুর সরবরাহ থাকায় চাহিদা মতো কিনতে পেরেও সন্তোষ প্রকাশ করেন। সরেজমিন রোববার (২৫জুন) উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের আলোকনগর পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে।
কালুপাড়া গ্রামের পশু বিক্রেতা শাহিন, অর্জুনপাড়া গ্রামের মাহাবুর রহমান জানান, দীর্ঘদিন লালন-পালন করে ন্যায্য দামে পশু বিক্রি করতে পেরে আনন্দিত।
উপজেলা সদর ভবানীগঞ্জ থেকে আসা ক্রেতা দুলাল উদ্দীন, মাঝগ্রামের সাজেদুর রহমানসহ অনেক ক্রেতা জানান, চাহিদা মত হাট থেকে পশু কিনতে পেরেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান জানান, উপজেলার বিভিন্ন হাটগুলোতে কোরবানীর পশুর যথেষ্ট সরবরাহ রয়েছে। ক্রেতা-বিক্রেতা ন্যায্য দামে কেনাবেচা করছে।