বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার চকিরপাড়ায় পুকুর পাড় থেকে পানিতে পড়ে আব্দুল্লাহ আল তামিম নামের ১৮ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০আগষ্ট) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে চৌকিরপাড় মহল্লার মোহাম্মদ রানা ও তিথি বেগম এর শিশু ছেলে বাড়ির পাশে পুকুর পানিতে পড়ে যায়। টের পেয়ে তিথি বেগম বাচ্চাকে পানি থেকে তুলে বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে গোসল করিয়ে বুকের দুধ পান করান। দুধ পান করিয়ে আরেক ছেলে কে পাশের রুমে খাবার দিতে যায়। ওই ছেলেকে খাবার দিয়ে এসে বাচ্চার মুখ দিয়ে দুধ বের হওয়া এবং তাকে ছটফট করা দেখতে পায়।এরপর স্থানীয় ফোর স্টার ক্লিনিকে নিয়ে যাওয়ার পর চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। অনেকের ধারনা,
পুকুরের পানি খেয়ে ওই শিশুর পেট ভর্তি ছিল যা খেয়াল করেননি মা তিথি বেগম।
এছাড়া এক সপ্তাহ আগে রানার বোনের এক মাস বয়সের বাচ্চা’র অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে। পর পর দুই বাচ্চা র মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এই বিষয়ে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রাশেদ বলেন, ঘটনার স্থল পরিদর্শক করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।