নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এর আগেও তিনি দীর্ঘদিন এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার শারিরীক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় মঙ্গলবার আবারও রাজধানীর এই হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত পৌনে আটটায় বড় ছেলে মাহমুদ হাসান ফয়সল জানান, মা দীর্ঘদিন থেকে বিভিন্ন অসুখে ভুগছিলেন। দীর্ঘদিন থেকে মায়ের চিকিৎসাও চলছিল। বার্ধক্যজনিত কারণে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন।
সুস্থতা কামনায় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।