স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর তানোরে মানসিক অত্যাচার এড়াতে বউকে তালাক দিয়ে প্রাক্তন শাশুড়িকে বিয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনাটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার রাতে সাবেক শাশুড়িকে বিয়ে করেন সাজিদুল ইসলাম নামের ওই যুবক। বর্তমানে তারা রাজশাহী শহরে অবস্থান করছেন। সাজিদুল ইসলাম একটি কলেজের শেষ বর্ষের ছাত্র। সাজিদুলের বাড়ি তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বারোঘরিয়া মুন্নাপাড়া গ্রামে।
ঘটনার সত্যতা স্বীকার করে সাজিদুল ইসলাম বলেন, আমি বাধ্য হয়ে জেদ করে বিয়ে করেছি। এছাড়া আর কোনো উপায় ছিলো না।
সাজিদুল বলেন, আমি প্রেম করে পরিবারের সম্মতিতে আয়োজন করে প্রথম বিয়ে করেছিলেন। ওই মেয়ের বয়স তখন ১৮ বছর। সে মহিলা কলেজে পড়তো। আমিও কলেজে পড়াশোনা করতাম। কিন্তু বিয়ের পরই শ্বশুর ও বউ সন্দেহ শুরু করে যে, শাশুড়ির সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছে। কিন্তু তিনি সে সময় মায়ের চোখেই তাকে দেখতেন।
সাজিদুল জানান, বউ ও শ্বশুরের মানসিক অত্যাচারে গত ১০ মাস আগে প্রথম স্ত্রীকে তালাক দেয়। তালাক দেয়াকে কেন্দ্র করে মালয়েশিয়া প্রবাসী শ্বশুর বাড়িতে চলে আসে।
শাশুড়িকে মানসিক নির্যাতন শুরু করেন। গত ৪ মাস আগে শাশুড়িও তার স্বামীকে তালাক দেয়। সে সময় তার কারও সঙ্গেই যোগাযোগ ছিলো না তার (সাজেদুলের)। কিন্তু এতো কিছুর পরেও তার সাবেক শ্বশুর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো এলাকায় কুৎসা রটনা করে বেড়াতে থাকে। এলাকায় গিয়ে মুখ দেখানোর সুযোগ ছিলো না। একারণে বাধ্য হয়ে একদিন আগে যোগাযোগ করে সাবেক শাশুড়িকে শহরে এনে ধর্মীয় ও আইন মেনে বিয়ে করেছেন।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনাটি শুনেছি। তবে কোনো অভিযোগ নেই। আইনের বাইরে গিয়ে কাজ করলে অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।