বুধবার জোর ধাক্কা! সন্ন্যাসী হয়ে যাচ্ছেন ধর্মেন্দ্র।
এই খবরে তোলপাড় সামাজিক মাধ্যম। খবর জানিয়েছেন খোদ প্রবীণ অভিনেতা। ফলে, গুঞ্জন বলে উড়িয়েও দিতে পারছেন না কেউ। সাজ-পোশাকেও সেই ছাপ স্পষ্ট। এক মুখ ধবধবে সাদা দাড়ি-গোঁফ। মাথায় পাগড়ি। গায়ে আচকান, আলখাল্লা। চোখএমুখে শান্তির ভাব। অনুরাগীরা দেখে চোখ মুছে ভাবতে বসেছেন, ইনিই এর আগে ‘শালিমার’, ‘দ্য বার্নিং ট্রেন’, ‘শোলে’-র মতো অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করেছেন!
হ্যাঁ, ধর্মেন্দ্র সন্ন্যাসী হচ্ছেন। তবে পর্দায়। জি৫-এ নতুন সিরিজ ‘তাজ: রয়্যাল ব্লাড’-এ ‘সেলিম চিস্তি’র ভূমিকায় দেখা যাবে তাঁকে। সেই বেশেই ছবি তোলা হয়েছে। সেই লুক ইনস্টাগ্রামে দিতেই সবার চোখ কপালে। পাশাপাশি, একবাক্যে সবাই স্বীকারও করেছেন, প্রবীণ অভিনেতাকে মানিয়েছেন ভাল। অভিনেতা তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, “বন্ধুরা, আমি ‘তাজ’ ছবিতে শেখ সেলিম চিস্তি… একজন সুফি সাধকের চরিত্রে অভিনয় করছি। ছোট চরিত্র। কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাৃৃৃতাই আপনার শুভকামনা প্রয়োজন।” চিস্তির বেশে তিনি আরও একটি ছবি ফেলেছেন। সেই ছবি দিয়ে লিখেছেন, “আরও একটি ‘লুক’… আশা, আপনার ভাল লাগবে।”
সিরিজে নাসিরুদ্দিন শাহ, জারিনা ওয়াহব, রাহুল বোস, অদিতি রাও হায়দরি, অসীম গুলাটি, সৌরসেনী মৈত্র, সন্ধ্যা মৃদুলকে দেখা যাবে। এঁরা যথাক্রমে অভিনয় করেছেন সম্রাট আকবর, রানি সালিমা, মির্জা হাকিম, আনারকলি, সেলিম, মেহেরুন্নিসা, রানি যোধাবাঈ। প্রযোজনায় কন্টিলো ডিজিটাল এবং উইলিয়াম বোর্থউইক শোরনার। কাহিনিকার এবং পরিচালক যথাক্রমে সাইমন ফান্টাউজো, রোনাল্ড স্কালপেলো।
তথ্যসূত্র: আজকাল