আইফোন চার্জ দেওয়া যাবে অ্যানড্রয়েড ফোনের চার্জারে 

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়েই চার্জ দেওয়া যাবে আইফোন। শিগগিরই আসছে নতুন প্রযুক্তি।  

সম্প্রতি অ্যাপলের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, টাইপ সি পোর্টে আইফোন চার্জ দেওয়া যাবে। 

iphone

এতদিন আইফোন চার্জ হত শুধুমাত্র লাইটনিং পোর্ট থেকেই। বিশ্বের অন্যান্য সব ফোন ইউএসবি টাইপ সি পোর্ট চার্জার ব্যবহার করে চার্জ করা গেলেও আইফোন চার্জের জন্য অ্যাপল চার্জার ব্যবহারে বাধ্য হন গ্রাহকরা। অবশেষে আইফোন ইউএসবি টাইপ সি পোর্ট চার্জার ব্যবহারে বাধ্য হচ্ছে অ্যাপল।

iphoneসম্প্রতি মার্কিন অ্যাপলের মার্কেটিং প্রধান গ্রেগ জোসওয়াক এই ঘোষণা করেছেন। 

গ্রেগ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের আইন মানতে অ্যাপলকে আইফোনে ইউএসবি টাইপ সি পোর্ট চার্জার ব্যবহার করতে হবে। 

অ্যাপল এই আইন মানতে সম্মত হয়েছে। তবে ঠিক কবে থাকে আইফোনে ইউএসবি টাইপ সি পোর্ট সংযুক্ত করা হবে সে বিষয়ে কিছু জানায়নি অ্যাপল।

গ্রেগ জানিয়েছেন, প্রায় এক দশক ধরে অ্যাপল ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চার্জার নিয়ে মতপার্থক্য রয়েছে।

iphone

তিনি জানিয়েছেন এক সময় ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে অ্যাপল মাইক্রোইউএসবি ব্যবহারের কথা বলা হয়েছিল।

সম্প্রতি প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে জানা গিয়েছে আগামী বছর থেকেই আইফোনে ইউেএসবি টাইপ সি পোর্ট ব্যবহার হতে পারে। 

ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী ২০১৪ সাল থেকে স্মার্টফোন সব সব ইলেকট্রনিক ডিভাইসে টাইপ সি পোর্ট ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে। 

ইতিমধ্যেই ম্যাক, আইপ্যাড ও বিভিন্ন অ্যাকসেসারিজে টাইপ সি পোর্ট ব্যবহার করেছে কুপার্টিনোর প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *