আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরানাপৈল এলাকা থেকে দেশীয় তৈরি ৪টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও হেরোইনসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা এর নেতৃতে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১:১৫ মিনিটে অভিযান পরিচালনা করে ওয়ান শুটারগান ৪টি, এয়ারগান ১টি, গুলি ২ রাউন্ড, হেরোইন ৩০ গ্রাম, ডেগার ৬টি এবং মোবাইল ১টিসহ আসামিকে আটক করে।
আসামির নাম জাকারিয়া হোসেন ওরফেরকি (৩৫)। সে ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, জাকারিয়া হোসেন (রকি) জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরানাপৈল এলাকার একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত, যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ না খোলে। এছাড়াও সে অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জয়পুরহাট সদর এলাকার বিভিন্ন বালুমহল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। সে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে নেতৃত্ব প্রদান করতো। তার নামে বিভিন্ন থানায় ৮ টি মামলা দায়ের করা হয়েছে।

আসামির বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় অস্ত্র আইন-১৮৭৮ তৎসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *