জাপানে স্বাস্থ্য বিতর্ক প্রতিযোগিতায় সেরা বাগমারার জহির উদ্দীন রুবেল

স্বাস্থ্য বিতর্ক প্রতিযোগিতায় বক্তৃতা করছেন বাগমারার রুবেল

জাপানঃ

জাপানের স্নাতক স্কুল অফ ভেটেরিনারি মেডিসিন হোক্কাইডো ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত স্বাস্থ্য বিতর্ক প্রতিযোগিতা-২৩ এ বাংলাদেশের জহির উদ্দীন রুবেল সেরা হয়েছেন।
সে দেশের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (মনবুকাগাকুশো (MEXT) এর সহযোগিতায় ইন্দোনেশিয়া, নেপাল, মিশর, নাইজেরিয়া, জাপান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের ১২ জন আন্তর্জাতিক পিএইচডি অধ্যায়নরত ছাত্র এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
বুধবার (৮মার্চ) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রোফেসর ড’ হরিওসি (ডিভিএম পিএইচডি) ডিন, গ্র্যাজুয়েট স্কুল অফ সংক্রামক রোগ, হোক্কাইডো ইউনিভার্সিটি জাপান।
উল্লেখ্য, মোঃ জহির উদ্দীন রুবেল ঢাকাস্থ শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সহকারি অধ্যাপক। তিনি জাপান সরকারের আমন্ত্রণে বৃত্তি পেয়ে সে দেশে পিএইচডি কোর্স করছেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *