অবশেষে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেছেন ইলন মাস্ক। একই সঙ্গে তিনি বিজ্ঞাপনদাতাদের নিশ্চিত করেছেন, তাদের ব্র্যান্ডের জন্য টুইটার একটি নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে থাকবে। তবে এখনও টুইটারের মালিক হননি মাস্ক।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক টুইটে টুইটার অধিগ্রহণের কথা জানান মাস্ক। বিজ্ঞাপনদাতাদের উদ্দেশেও বিস্তারিত লিখেছেন তিনি। খবর এএফপির।
বিস্তারিত লেখাসহ তিনটি ছবিতে টুইটার কেনার মূল কারণ ব্যাখ্যা করেছেন টেসলা’র এ প্রধান নির্বাহী কর্মকর্তা।
মাস্ক লিখেছেন, ‘আমি যে কারণে টুইটার অধিগ্রহণ করেছি তা হলো, আমাদের সভ্যতার ভবিষ্যতে একটি সাধারণ ডিজিটাল মিলনস্থল থাকাটা গুরুত্বপূর্ণ—যেখানে সহিংসতা ছাড়া সুস্থভাবে বিভিন্ন বিশ্বাসের চর্চা করা যাবে।’
এর আগে কয়েক মাস আগে রেকর্ড দামে টুইটার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক। তারপর তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসার পর এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমটি কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলার প্রস্তাব করেছিলেন মাস্ক।
নিজের টুইটে অতীত কাল ব্যবহার করলেও মাস্ক এখনো আইনত টুইটারের মালিক নন। ধারণা করা হচ্ছে, শুক্রবার বিকেলের মধ্যে টুইটার কেনার চুক্তি চূড়ান্ত করবেন স্পেস এক্স ও টেসলা প্রধান।
এদিকে নতুন মালিক পাওয়ার খবর চাউর হতেই বৃহস্পতিবার টুইটারের শেয়ারের দাম এক শতাংশ বেড়ে গিয়ে ৫৩.৯০ ডলারে পৌঁছেছে।
বিভিন্ন দেশের প্রচলিত আইনকানুন মেনেই টুইটার সবাইকে স্বাগতম জানাবে বলে নিশ্চিত করেছেন মাস্ক। এর আগে বুধবার (২৬ অক্টোবর) সান ফ্রান্সিসকোতে অবস্থিত টুইটার সদরদপ্তরে দীর্ঘ বৈঠক করেন মাস্ক। সেখানে সিঙ্ক নিয়ে প্রবেশ করার ভিডিও টুইট করে হৈচৈ ফেলে দেন।