ম্যাচ শুরুর ১৪ মিনিট পর্যন্ত বাংলাদেশ ঝড় বইয়ে দিয়েছে। দুটি গোলও তুলে নিয়েছে আকলিমা-শামসুন্নাহাররা। প্রতিপক্ষ নেপাল এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও পেরে উঠতে পারেনি। বিরতির পর আরেক গোলের দেখা পায় বাংলাদেশ। তাতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে নেপালকে ৩-১ গোলে হারিয়ে স্বাগতিকরা দারুণ শুরু করেছে।
মেয়েদের এই টুর্নামেন্টে শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমার্ধের বড় অংশজুড়ে আধিপত্য করেছে। শামসুন্নাহার-শাহেদা আক্তার রিপারা প্রতিপক্ষের রক্ষণ প্রায় তছনছ করে দেন।
ম্যাচঘড়ির ৩ মিনিটের সময় প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ঢাকার নারী লিগে সর্বোচ্চ গোলদাতা আকলিমা খাতুন উচ্ছ্বাসে ভাসিয়েছেন সমর্থকদের। বাঁ প্রান্ত দিয়ে একা বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। গোলকিপার এগিয়ে এসেও কিছু করতে পারেননি।
১০ মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে স্বাগতিকরা। স্বপ্না রানী বক্সে ঢুকে গোল করার চেষ্টা করেন। কিন্তু সুযোগ নষ্ট করেন বাইরে পাঠিয়ে। ৪ মিনিট পর বাংলাদেশ আবারও এগিয়ে যায়। বক্সে এক ডিফেন্ডার ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি, শামসুন্নাহার পেয়ে দারুণ লক্ষ্যভেদে দলের ব্যবধান দ্বিগুণ করেন।
দুই গোলে পিছিয়ে থেকে নেপাল সুযোগ খুঁজছিল। ২৪ মিনিটে পেয়েও যায়। সতীর্থের উড়ে আসা বল শামসুন্নাহার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, মানমাইয়া দামাই পেয়ে দারুণ শটে জাল কাঁপান। বিরতিতে যাওয়ার আগে আর কোনও দলই পারেনি স্কোরশিটে নাম তুলতে।
চোটে পড়ে বিরতির পর শামসুন্নাহার মাঠ ছাড়েন। তাতে স্বাগতিকদের খেলাতে কিছুটা ছন্দপতন। তারপরও ৫৩ মিনিটে আফঈদা খন্দকার ফ্রি-কিক থেকে জোরালো শট গোলকিপার কোনোমতে প্রতিহত করেন। শেষের দিকে অবশ্য গোলাম রব্বানী ছোটনের দল প্রতিপক্ষকে চাপে রাখে। যোগ করা সময়ের প্রথম মিনিটে কাঙ্ক্ষিত তৃতীয় গোলের দেখাও মিলে যায়।
ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন শাহেদা আক্তার রিপা। তাতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে শুরুটা হলো দারুণ। আগামী রবিবার শক্তিশালী ভারতের বিপক্ষে রাউন্ড রবিন লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন