পর্তুগালের লিসবনের শহীদ মিনারে বাংলাদেশিদর পুষ্পস্তবক অর্পণ

লিসবনের স্থায়ী শহীদ মিনারে প্রবাসীদের শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্কঃ

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে পর্তুগালের লিসবনের স্থায়ী শহীদ মিনারে। পর্তুগালে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান।

এরপর স্থানীয় সরকার জোন্তা ফ্রেগসিয়া শান্তা মারিয়া মায়রের প্রেসিডেন্ট, পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, আরিয়ারো জোন্তার প্রতিনিধিগণ, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, বাংলাদেশি শিক্ষার্থী পরিষদ, বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন ইন পর্তুগাল, বরিশাল কমিউনিটি অব পর্তুগাল, ব্রাহ্মণবাড়িয়া এসোসিয়েশন, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন, ডেইলি শুভ বার্তা, বাংলা প্রেসক্লাবসহ পর্তুগালে বসবাসরত প্রবাসীরা শ্রদ্ধা জানান।

ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বেদীর পাদদেশে বাংলাদেশ দূতাবাস লিসবনের দ্বিতীয় সচীব আবদুল্লাহ আল রাজীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান, স্থানীয় সরকার জয়ন্তা ফ্রেগসিয়া নেতৃবৃন্দ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ মিনার পাদদেশে কবিতা আবৃত্তি ও একুশের গান পরিবেশনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *