বসত বাড়িতে ৩ হাজার লিটার চোলাইমদ, গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে বিশেষ কায়দায় চোলাইমদ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নওদা মিশন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে ৩ হাজার ২৩০ লিটার চোলাইমদ, দুইটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। 

গ্রেফতারকৃতরা হলো,  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নওদা মিশন গ্রামের মৃত বার্নাবাস টুডুর ছেলে নির্মল টুডু (৩৩), মৃত জহন মুর্মুর ছেলে রশিদ মুর্মু (৩৫) ও নরেন টুডুর ছেলে এস্তেরিনা হেমব্রম। 

র‍্যাবের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহী সিপিএসসির একটি দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নওদা মিশন গ্রামে মাদক ব্যবসায়ীরা নিজ বসত বাড়িতে চোলাইমদ উৎপাদন করছে। খবর পাওয়া মাত্রই র‌্যাবের ওই দল ঘটনাস্থলে গিয়ে চোলাইমদসহ আসামিদের হাতেনাতে গ্রেফতার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা দীর্ঘদিন যাবৎ নিজ নিজ বসত বাড়িতে পরস্পর যোগসাজসে চোলাইমদ উৎপাদন করে গোমস্তাপুরসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। 

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় র‍্যাবের মিডিয়া সেল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *