বাগমারা উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলা আ’লীগের বর্ধিত সভা শনিবার (২৪জুন) বেলা ১১ টায় ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনীল কুমার সরকার। এসময় প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের রাজনীতি করলে জাতির জনকের আদর্শ মেনে চলতে হবে। সংগঠন করলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে দলের নাম ভাঙ্গিয়ে কারা নিজের উন্নয়নে ব্যস্ত। আওয়ামী লীগের পরিচয় দিতে চাইলে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। বাগমারার প্রতিটি উন্নয়নে ইঞ্জিনিয়ার এনামুল হকের অবদান রয়েছে। এমপি এনামুল হকের কারনে বাগমারা আজ শান্তির জনপদ।
অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, মানুষ এখন শান্তিতে আছে। তৃণমূলের মানুষ এখন আর সন্ত্রাসীর সময়ে ফিরে যেতে চায় না। বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। তৃণমূল নেতৃবৃন্দই আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়নের গতি থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের মানুষকে বিভিন্ন সুবিধার আওতায় আনা সম্ভব হয়েছে।
বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ মতিউর রহমান টুকু, আহসান হাবিব, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি কহিনুর বানু, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সহ জেলা. উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড ও গ্রাম কমিটির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *