আহত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ও ভ্রমন কারীদের একাংশ
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলা থেকে সনাতন ধর্মের ৪৬জন ছয় দিনের তীর্থ ভ্রমন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত ও অন্তত ২০জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১১এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুমিল্লা সদর এলাকায় দাঁড়িয়ে থাকা বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে ওই বাসের ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, গত বৃহস্পতিবার বাগমারা উপজেলা থেকে কক্সবাজারের রামু, চট্রগ্রামের সীতাকুন্ডসহ ৪৬জন যাত্রী নিয়ে সি-লাইন নামের একটি বাস রওনা দেয়। বিভিন্ন স্থান ঘুরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
এসময় বাসের হেলপার নাটোরের শহীদ নামের একজন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে কুমিল্লার হাসপাতালে, রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলো- বাগমারা পূঁজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ সিংহ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার, ভূমি অফিসের কর্মচারী উপেন সরকার, প্রফুল্ল কুমার, সুরভী, ঘনাসহ প্রায় ২০জন গুরুতর আহত হয়েছে।
ওই বাসের ভ্রমনকারি প্রদীপ কুমার জানান, নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের বাস বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসের হেলপার নিহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।