বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যামবুলেন্সে বাড়ছে রোগি হয়রানী!

বাগমারা প্রতিনিধিভ
রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যামবুলেন্স চালকের দৌরাত্নে ও চরম স্বেচ্ছাচারিতায় অতিষ্ট হয়ে পড়ছে রোগি ও তার স্বজনরা। অতিরিক্ত ভাড়া আদায়ের নামে অত্যাচারি এই এ্যাম্বুলেন্স চালক সাইফুল ইসলামের দৌরাত্ম্যে অতিষ্ট মুমূর্ষু রোগীর স্বজনরা। তিনি আউট সোর্সিং এ নিয়োগপ্রাপ্ত। জানা যায়, সাইফুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত গাড়ী চালক হওয়ায় তার এই স্বেচ্ছাচারিতা ও দৌরাত্নভাব।
অভিযোগ ও ভুক্তভোগীদের সাথে কথা কথা বলে জানা গেছে, সাইফুল ইসলাম স্বাস্থ্য বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে নানা অনিয়ম, দূর্নীতি করে আসছেন। নানা কৌশলে রোগীর স্বজনদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করেন। টাকা গ্রহণের রশিদ দেন না। সরকারি এ্যাম্বুলেন্স নষ্ট অজুহাতে তাঁর নিজস্ব এ্যাম্বুলেন্সে চড়া মূল্যে ভাড়া নিতে বাধ্য করেন।
এ কাজে সহযোগিতার জন্য স্থানীয় বখাটেদের কাজে লাগান। কোন মুমূর্ষু রোগীর স্বজন প্রতিবাদ করলে তাঁদের ভয়ভীতি এমন কী রোগী বহনে অপারগতা প্রকাশ করেন । অভিযোগের সূত্রধরে সরজমিন হাসপাতাল চত্বর সহ উপজেলায় তাঁর নিজস্ব এ্যাম্বুলেন্স ভাড়ার প্রচারপত্রও দেখা গেছে বিভিন্ন দেয়ালে।
একাধিক রোগীর স্বজনদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা ৫০০/- থেকে ১৫০০/- টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া গ্রহণের কথা জানিয়েছেন । অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত টাকা গ্রহণের কথাঌ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *