বাগমারায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের সহায়তায় বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের সহায়তায় বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেলো এক স্কুল শিক্ষার্থী। বুধবার খবর পেয়ে ওই বিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান।
সাইপাড়া উচ্চ বিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানা যায়, বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামের নবম শ্রেনীর ছাত্রীর অমতে জোর পূর্বক বাল্য বিবাহের আয়োজন করা হয় । উক্ত বাল্য বিবাহের বিরুদ্ধে তার সহপাঠিরা স্কুলে যৌহয়রানি প্রতিরোধ কমিটিকে অভিযোগ দেয়, কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের অনুরোধে প্রকল্প কর্মকর্তা ( ব্র্যাক-আগ্নি) মিজানুর রহমান পারভেজ প্রকল্পের স্বেচ্ছাসেবক সাহনাজ খাতুন, স্থানীয় CSO মেম্বার, জনপ্রতিনিধি, প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় উক্ত বাল্য বিবাহ বন্ধ ও তার অভিভাবকদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে সক্ষম হয় । পরে ইউএনও ওই শিক্ষার্থী কে বই উপহার দেন।
এই সিদ্ধান্ত পরিবর্তনে ওই স্কুল শিক্ষার্থী ও তার সহপাঠীরা অনেক আনন্দিত এবং Awareness, Actions, and Advocacy for Gender-Equal and Safe Spaces for। Women and Girls Project (AGNEE) প্রকল্প ও সংশ্লিষ্ট সকল কর্মকতাকে ধন্যবাদ জানায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান জানান, ব্র্যাকের সহায়তায় স্কুল শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *