বাগমারায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল


বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়ছে। রোববার (২৬মার্চ) বিকেলে নব-নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান।
উপজেলা একাডেমিক সুপাপরভাইজার ড. আব্দুল মুমীত এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধূরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, মৎস কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, আনছার ভিডিপি কর্মকর্তা নারগিছ বেগম, বীর মুক্তিযোদ্ধা সরদার রেজাউল করিম রুবল, আব্দুস সাত্তার মুন্টু, প্রদীপ কুমার সিংহ, আমজাদ হোসেন প্রমূখ। এসময় অন্যান্য মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এদিকে উপজেলা আ’লীগ কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে মুিক্তযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সাঁকোয়াস্থ সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকু, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, দফতর সম্পাদক নুরুল ইসলামসহ আ’লীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধাদের মাঝে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *