বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে সরকার নির্ধারিত মূল্যে নিত্যপণ্য বিক্রি হচ্ছেনা বলে জানা গেছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এসব পন্য বিক্রিতে সরকারের নির্ধারিত মূল কেউ মানছেন না। ফলে ভোগান্তিতে পড়েছে স্বল্প আয় ও সীমিত আয়ের লোকজন। তারা পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজ, আলু, ডিম, সয়াবিন তৈল, চিনিসহ অতি প্রয়োজনীয় এসব পন্যের মূল্য নিয়ন্ত্রনে এখনই বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের পরিচালনার মাধ্যমে নিয়ন্ত্রণ প্রয়োজন বলে মনে করেন।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে আলু পেঁয়াজ ডিমসহ অন্যান্য পণ্যের দাম সরকার বেঁধে দিলেও তা মানছেন না কোন ব্যবসায়ী। পাইকারি আলু ব্যবসায়ীরা জানান, ষ্টোর গেট থেকে বার্মা, এরোস্টিক ও স্যাট্যা প্রজাতির আলু প্রতি কেজি ৪৩/৪৫ টাকা দরে কিনতে হচ্ছে। এর সাথে পরিবহন খরচ ও পচন বাদ দিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে ৫০-৬০ টাকা কেজি দরে আলু বিক্রি করতে হচ্ছে।
রোববার (২৪সেপ্টেম্বর) উপজেলার ভবানীগঞ্জ, তাহেরপুর, মোহনগঞ্জ, হামিরকুৎসা সহ বেশ কিছু হাট-বাজার ঘুরে দেখা যায় সবখানেই সরকার নির্ধারিত দামের চেয়ে পেঁয়াজ ১৫/২০ টাকা, আলু ১৫ থেকে ২৩ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে ডিমের বাজারদর কাছাকাছিই রয়েছে। ভবানীগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী সাইদুর রহমান, হামিরকুৎসা হাটের শবজি ব্যবসায়ী আব্দুল মজিদ জানান, কোল্ড স্টোরেজ থেকে আলু, অন্য স্থান থেকে পেঁয়াজ বেশি দামে কেনার কারণে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান জানান, অতিরিক্ত দামে পেঁয়াজ আলু বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার অভিযান অব্যাহত রয়েছে।