বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আলহাজ্ব আশরাফুল ইসলাম ওরফে আশু(৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজেউন)। রোববার রাত সাড়ে এগারোটার দিকে আশরাফুল তার ভবানীগঞ্জ গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তাকে দ্রুত ভবনাীগঞ্জ ক্লিনিকে নিয়ে আসা হলে সেখানে তার অবস্থার আরো অবনতি হয়। পরে এ্যাম্বুলেন্সে করে রাজশাহী নেওয়ার চেষ্টা করার সময় তার মৃত্যু হয়।
আশরাফুলের পিতা আলহাজ্ব আব্দুল রাবীক মাষ্টার জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস জনিত রোগে ভুগছিল। রোববার রাতে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ডাক্তারের কাছে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে আশরাফুল স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বেলা এগারোটার সময় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজার সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মণ্ডল, সাবেক পৌর মেয়র আব্দুল রাজ্জাক প্রামানিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ প্রৃায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে আশরাফুল ইসলাম আশুর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক। এক শোক বার্তায় তিনি আশরাফুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও আশরাফুলের জানাজায় বাগমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান অনীল কুমার সরকার উপস্থিত ছিলেন।