মেডিক্যালের প্রশ্ন ফাঁসে জড়িত ডাক্তাররাও, লেনদেন কোটি কোটি টাকা

নিউজ ডেস্কঃ

মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সাত ডাক্তারসহ প্রশ্ন ফাঁসকারী চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ১২ জনের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।

রবিবার (১৩ আগস্ট) দুপুরে মালিবাগে সিআইডি সদর দপ্তরে সম্মেলন করে এ তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।

গত ৩০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও বরিশালে অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডা. ময়েজ উদ্দিন আহমেদ প্রধান, ডা. সোহেলী জামান, ডা. আবু রায়হান, ডা. জেড এম সালেহীন শোভন, ডা. জোবাইদুর রহমান জনি, ডা. জিল্লুর হাসান রনি, ডা. ইমরুল কায়েস হিমেল, জহিরুল ইসলাম ভূঁইয়া মুক্তার, রওশন আলী হিমু, আক্তারুজ্জামান তুষার, জহির উদ্দিন আহমেদ বাপ্পী ও আবদুল কুদ্দুস সরকার।

সিআইডি প্রধান জানান, ২০২০ সালের একটি মামলার তদন্ত করতে গিয়ে প্রশ্ন ফাঁসকারী চক্রটির অন্তত ৮০ জন সক্রিয় সদস্যের বিষয়ে তথ্য পাওয়া যায়। তারা ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে ১৬ বছরে অন্তত ১০ বার প্রশ্ন ফাঁস করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *