রাজশাহী নগরীতে ১২ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক :


নগরী’র রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: মৃদুল ইসলাম (২৩), মো: মেহেদী হাসান অন্তর (২৭) ও মোসা: পিংকি (২৪)। মৃদুল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়ার মো: মইফুল ইসলামের ছেলে, মেহেদী হাসান অন্তর একই এলাকার মো: শহিদুল ইসলামের ছেলে ও পিংকি মৃত সাজ্জাদের মেয়ে। তারা সকলেই বর্তমানে আলীগঞ্জ এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ১১:১৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কেএম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই মো: নুরন্নবী হোসেন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।

এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় চার ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাতেই রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: মৃদুল ও মেহেদী হাসান অন্তরকে গ্রেফতার করতে পারলেও আসামি জীবন ও প্রিয়াংকা তাদের হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়।

এসময় গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার হয়। পরবর্তীতে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: মসলেম উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পলাতক আসামি প্রিয়াংকাকে লক্ষীপুর আইডি বাগান পাড়ার বাড়ি হতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 Twitter  Facebook  Google+  Stumbleupon  LinkedIn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *