রাজশাহীবাসী অপেক্ষার প্রহর গুনছিলেন।
এ বিষয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শেখ হাসিনা দীর্ঘ ৪১ বছর ধরে তিলেতিলে শুধু আওয়ামী লীগকে সুসংগঠিত করার চেষ্টাই করেন নি, দেশের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দেশকে নিয়ে তার একাগ্র চিন্তা-চেতনার প্রতিফলন আজকের বাংলাদেশ। যে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবায়ন করে। এমন অনেক সাহসী পদক্ষেপের কারণে প্রধানমন্ত্রী দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও সর্বজন স্বীকৃত মানুষ। সুতরাং তাকে ঘিরে নগরসহ রাজশাহী অঞ্চলের মানুষের অনেক আশা। ভরসার জায়গাও শেখ হাসিনা। আর তার আগমনে রাজশাহীবাসী উচ্ছ্বসিত। ৭ লক্ষ মানুষের জনসমুদ্রে দাঁড়িয়েই শেখ হাসিনা ঐতিহাসিক বক্তব্য রাখবেন।