রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র 

যুক্তরাষ্ট্র মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধার ও রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান  সমৃদ্ধি ও উন্নয়ন সম্পর্কিত আমেরিকান প্রোগ্রাম প্রকল্পের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল এফ. রুন্ডে।

যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের আশ্রয়ণের মাধ্যমে বাংলাদেশকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে বলেও জানান তিনি।  

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ড্যানিয়েল এফ রুন্ডে আরও বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা হোক, মার্কিন যুক্তরাষ্ট্র এটিই কামনা করে। কিন্তু মিয়ানমারে এখন গণতন্ত্র অনুপস্থিত।  

যুক্তরাষ্ট্র মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধার ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সবসময় কাজ করে আসছে এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে সব সময় রোহিঙ্গা সমস্যা তুলে ধরছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে বিশ্ব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র।  

পরে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *