সিংড়ার রাসেলের লেখাপড়া ও চিকিৎসার দায়িত্ব নিলেন নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতি

নাটোরের সিংড়ায় এক পা দিয়ে লিখে দাখিল পাশ করা অদম্য প্রতিবন্ধী রাসেলের আলিম শ্রেণির বই ক্রয়, লেখাপড়া ও চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতি।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লায় রাসেলের বাড়িতে উপস্থিত হয়ে নগদ ৫ হাজার টাকা রাসেলের হাতে তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নাটোরস্থ সিংড়া সমিতির সভাপতি ডা. এ এইচ এম আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও নাটোর জজ কোর্টের জিপি এডভোকেট মো. আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাকিম, আব্দুস সাত্তার, জয়নাল আবেদীন, ফরিদ হোসেন, শাহিন, ফজলুল করিম, শোলাকুড়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সাদরুল উলা প্রমুখ।

প্রতিবন্ধী রাসেল মৃধা সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে ২০২২ সালের দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৩.৮৮ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয় সে। রাসেলের জন্ম থেকেই দুই হাত নেই, ডান পাও নেই। বাঁ পা থাকলেও স্বাভাবিকের চেয়ে অনেক ছোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *