হাত মেলাতে চায় চীন, বাইডেন বললেন ‘সংঘাত চাই না’

সম্প্রতি তৃতীয়বারের মতো চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শি জিনপিং। ইতিহাস গড়ার পর এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রীতির বার্তা দিলেন তিনি।

চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আজ বিশ্বে শান্তিপূর্ণ পরিস্থিতি নেই। এই পরিস্থিতিতে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায়। পারস্পরিক সম্মতি বজায় রেখে একসঙ্গে শান্তি প্রতিষ্ঠা করে এক নতুন যুগের দিকে এগিয়ে যেতে। এতে শুধু দুই দেশেরই উন্নতি হবে না। গোটা বিশ্বই এর ফলে উপকৃত হবে।’ খবর এএফপির

সম্প্রতি তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও তলানীতে এসে পৌঁছয়। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে যখন চীনা হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ান সফর করেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। তার নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ চীন সাগরে ঢুকে পড়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের বহর।

মার্কিন-চীন সম্পর্ক বিষয়ক জাতীয় কমিটির কাছে একটি অভিনন্দনপত্রে শি লিখেছেন, ‘বিশ্ব আজ শান্তিপূর্ণ বা শান্ত নয়।’ 

তিনি বলেন, ‘প্রধান শক্তি হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার- বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও নিশ্চয়তা বৃদ্ধিতে এবং বিশ্ব শান্তি ও উন্নয়নকে উন্নীত করতে সাহায্য করবে।’

শি আরো বলেন, চীন ‘পরস্পরকে সম্মান দিতে, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে ও নতুন যুগে একসাথে থাকার উপায় খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে ইচ্ছুক।’

শি লিখেছেন, ‘এটি কেবলমাত্র উভয় দেশের জন্যই মঙ্গলজনক হবে না, বরং গোটা বিশ্বের জন্যও ভাল হবে।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাত চায় না এবং এই বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানেন। 

স্থানীয় সময় বুধবার নিজের শীর্ষ সামরিক উপদেষ্টাদের সাথে বৈঠক করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর তিনি বলেন, যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাত চায় না এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এটি জানেন।

বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থেকে শুরু করে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন পর্যন্ত বেশ কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক নেতৃত্ব অব্যাহত রাখবে।

চীনাদের সম্পর্কে বাইডেন বলেন, ‘আমরা তাদের সাথে বিরোধ চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *